Search This Blog

Tuesday, July 29, 2025

Success story of Adhikar Mitra named Golam Rabbani

" Success Story "



বিদ্যালয় ছুট বিদ্যালয় মুখি করা হয়েছে দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে ।
সুবিনাথ হাঁসদা 
পিতা - অমল হাঁসদা 
মাতা - জোস্না মার্ডি 
গ্রাম -প্রাণসাগর 
  থানা -গঙ্গারামপুর 
জেলা - দক্ষিন দিনাজপুর
 বিদ্যালয় যাওয়া  বন্ধ করে দেয় সুবিরাম হাঁসদা ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে আমি অধিকার মিত্র তথা পি এল ভি গোলাম রাব্বানি বার গিয়ে পড়াশোনার না করলে কুফল সম্পর্কে সচেতন করা হয় ।
অভিভাবক সহ প্রতিবেশী দের এবং বিদ্যালয়ে পড়াশোনা করে তাদের কে নিয়ে বার বার বোঝানোর ফলে সুবীরাম বর্তমানে বিদ্যালয়ে নিয়মিত যাচ্ছে এবং মনোযোগ দিয়ে লেখা পড়া চালিয়ে যাচ্ছে ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগের ফলে  সুবিরম বিদ্যালয় মুখি হওয়ায় প্রচন্ড খুশি হয়েছেন এবং দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানিয়েছেন ।
 অত্যন্ত গর্বিত যে আমি অধিকার মিত্র তথা পি এল ভি গোলাম রাব্বানি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর অংশ হিসেবে এই মানবিক কাজে অবদান রাখতে পেরেছি ।