দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি ম্যাডাম কেয়া বালা মহাশয়ার নির্দেশে বালুরঘাট ব্লকের এসএসকে বিদ্যালয়ের শিশু নিয়ে নজির স্থাপন করলো জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, এই বিদ্যালয় এর শিশু রা ট্রেন স্টেশন কোনো দিন দেখেনি , ট্রেন স্টেশন দেখার আগ্রহ প্রকাশ করে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর অধিকার মিত্র তথা পি এল ভি (আমাকে)অরুপ কুমার সরকার । সেই আগ্রহ কে মান্যতা দিয়ে শিশু দের বালুর ঘাট রেল স্টেশন এ নিয়ে গিয়ে
শিশু দিবস ( Children's Day- 14 November ) পালন করা হলো,
আজ 14- 11 - 2025
রেল স্টেশনে নিয়ে গিয়ে শিশু দের মনের ইচ্ছা পূরণ করার জন্য দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানালো
: আয়োজক :
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি তথা অধিকার মিত্র অরুপ কুমার সরকার