প্রতি বছরের ন্যায় এবারও কুশম্যান্ডী থানার লক্ষ্মীপুর এডভ্যান্স স্কুলে 14ই নভেম্বর শিশু দিবস পালন করা হয়। আলোচ্য বিষয় শিক্ষার অধিকার, খেলার অধিকার, সুরক্ষা এবং নিরাপত্তার অধিকার, মতামত প্রকাশের অধিকার, যত্নশীল বেড়ে ওঠার অধিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়। PLV আজিজার রহমান ও পারুল পারভীন।