গঙ্গারামপুর ব্লকের অধীন দমদমা অঞ্চল অফিসে ডিউটি শেষে ঐ ঘরে দুটি 500 টাকার নোট পড়ে থাকতে দেখি। টাকা তুলে প্রধানের কাছে জমা দিতে যাই। তিনি অফিসের কার টাকা প্রত্যেককেই জিগ্গেস করলেন কিন্তু কারো নয়।পরে উক্ত অঞ্চল এলাকার রামকৃষ্ণ পুর গ্রামের এক ভদ্রমহিলা এ ঘর সে ঘর খুঁজে বেড়ায়।পরে প্রধানের ঘরে আসলে তাঁকে টাকা ফেরত দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রধান উপপ্রধান ও সচীব 5 নং দমদমা অঞ্চল। টাকা ফেরত পেয়ে খুশি হয়ে ধন্যবাদ জানান।পি এল ভি/অধিকার মিত্র আব্দুল রশিদ মিঞা।
তাং ইং 14/11/2025
তাং ইং 14/11/2025