Alternative Dispute Resolution (ADR) Centre, District Court Complex, Balurghat, 733101
Search This Blog
Thursday, July 31, 2025
Photo collage
Door to door Campaigne Mediation for the Nation. Bhour gram panchayat kumarganj block .plv Moktarul mandal.Date-31/07/2025.
Mediation for the nation door to door campaign
Door to door campaign Mediation for the nation at Ramkrishnapur gp under kumarganj block plv (Adhikar mitra) Sarvin khatun 31/07/2025
GOLAM RABBANI
DOOR TO DOOR CAMPAIGN
-----------------
"জাতির জন্য মধ্যস্থতা" প্রচারে বাড়িতে বাড়িতে, পথে পথে, জমিতে জমিতে মানুষের পাশে দাড়িয়ে প্রয়োজনীয় কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হলো , বাল্য বিবাহ মানব পাচার সম্পর্কে সচেতন,প্রবীন নাগরিকদের NALSA স্কিম, NALSA টোল ফ্রি নম্বর ১৫১০০ জানানো হয় ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পরিষেবা গুলো জানানো হলো,
আজ 31- 07- 2025
গঙ্গারামপুর থানা এলাকায়,
পরামর্শদান ও লিফলেট বিতরণ কারি -
গোলাম রাব্বানি
( পি এল ভি /অধিকার মিত্র)
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
দক্ষিণ দিনাজপুর
Photo from GOLAM RABBANI
DOOR TO DOOR CAMPAIGN
-----------------
"জাতির জন্য মধ্যস্থতা" প্রচারে বাড়িতে বাড়িতে, পথে পথে, জমিতে জমিতে মানুষের পাশে দাড়িয়ে প্রয়োজনীয় কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হলো , বাল্য বিবাহ মানব পাচার সম্পর্কে সচেতন,প্রবীন নাগরিকদের NALSA স্কিম, NALSA টোল ফ্রি নম্বর ১৫১০০ জানানো হয় ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পরিষেবা গুলো জানানো হলো,
আজ 31- 07- 2025
গঙ্গারামপুর থানা এলাকায়,
পরামর্শদান ও লিফলেট বিতরণ কারি -
গোলাম রাব্বানি
( পি এল ভি /অধিকার মিত্র)
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
দক্ষিণ দিনাজপুর
Wednesday, July 30, 2025
Photo from SANJIT MONDAL
আজ ইংরেজি 12,07,2025 একটি child marriage আটকানো হলো মেয়েটির নাম দীপা শীল, বয়স 14 বছর, পিতা পঙ্কজ শীল বাড়ী বোলদার ,খাসপুর, থানা - বালুরঘাট। মেয়েটির বিয়ে হয়ে গেছে সে বর্তমানে ছেলেটির বাড়িতে আছে। আমরা মেয়েটির বাড়ী গিয়ে মেয়েটির মার সাঁথে কথা বলি উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ, child line এর সদস্য ও জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর অধিকার মিত্র ইলা মণ্ডল ও সুপ্রিয়া সরকার।
GOLAM RABBANI
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুরব্লকের জাহাঙ্গীর পুর জিপি,র শেখমিনা আই সি ডি এস সেন্টারে শিবির করে প্রচার করা হলো,
আজ - 30 - 07 - 2025,
"জাতির জন্য মধ্যস্থতা" NALSA TOLL FREE No 15100,
পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার বিষয়ে আলোচনা করা হলো ,
উপস্থিত ছিলেন - শিশু, কিশোরি, অভিভাবকেরা , আই সি ডি এস কর্মী
: আয়োজক :
GOLAM RABBANI
( PLV /Adhikar Mitra)
District Legal Services Authority,
Dakshin Dinajpur
Photo from GOLAM RABBANI
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুরব্লকের চালুন জিপি,র শংকরপুর আই সি ডি এস সেন্টারে শিবির করে প্রচার করা হলো,
আজ - 30 - 07 - 2025,
"জাতির জন্য মধ্যস্থতা" NALSA TOLL FREE No 15100,
পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার বিষয়ে আলোচনা করা হলো ,
উপস্থিত ছিলেন - শিশু, কিশোরি, অভিভাবকেরা , আই সি ডি এস কর্মীগণ এবং
Alo Rani Jha -আই সি ডি এস সুপারভাইজার
: আয়োজক :
GOLAM RABBANI
( PLV /Adhikar Mitra)
District Legal Services Authority,
Dakshin Dinajpur
জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে একটি আইনী সচেতনতা শিবির করা হলো।
স্থান:- Barakoil anganwari centre (Colony)
আলোচ্য বিষয়:- গুড টাচ্ ব্যাড টাচ্, শিশু অধিকার ও শ্রম, Mediation for the nation and upcoming National Lok Adalat
আয়োজক:- ইলা মন্ডল , PLV/অধিকার মিত্র
আজ 30.07.2025 জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে একটি আইনী সচেতনতা শিবির এর আয়োজন করা হলো l
বিষয়:- child marriage, child labour, Mediation for the nation and upcoming national lok Adalat.
স্থান:- Barakoil coaching centre.
আয়োজক:- Ila Mondal (Plv/ অধিকার মিত্র)
Stop child marriage
আজ 29/7/25 তারিখ চাইল্ড হেলপ্লাইন মারফত খবর পেয়ে জলঘর রাধানগর এলাকার একটি নাবালিকার বিয়ে বন্ধ করার জন্য গেলে বাড়ির লোকমার পথ জানা যায় মেয়েটি তার আত্মীয়র বাড়িতে আছে তপন থানায় এলাকায়, পুনরায় তপন থানায় চিঠি করে নাবালিকা উদ্ধারে জন্য মেসেজ ফরওয়ার্ড করে। উপস্থিত ছিলো বালুরঘাট থানার পুলিশ প্রশাসন চাইল্ড হেল্প লাইন মেম্বার ও পি এল ভি /অধিকার মিত্র PUJA DAS AND SOMA PAL SAHA
Tuesday, July 29, 2025
Photo from GOLAM RABBANI
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুরব্লকের জাহাঙ্গীরপুর জিপি,র রামদেবপুর আই সি ডি এস সেন্টারে শিবির করে প্রচার করা হলো,
আজ - 29 - 07 - 2025,
Mediation প্রচার করা হলো
পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার বিষয়ে আলোচনা করা হলো ,
উপস্থিত ছিলেন - শিশু, কিশোরি, অভিভাবকেরা , আই সি ডি এস কর্মীগণ এবং
ঋষিকা তামাং-আই সি ডি এস সুপারভাইজার
: আয়োজক :
GOLAM RABBANI
( PLV /Adhikar Mitra)
District Legal Services Authority,
Photo from GOLAM RABBANI
DOOR TO DOOR CAMPAIGN
-----------------
"জাতির জন্য মধ্যস্থতা" প্রচারে বাড়িতে বাড়িতে, পথে পথে, জমিতে জমিতে মানুষের পাশে দাড়িয়ে প্রয়োজনীয় কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হলো , বাল্য বিবাহ মানব পাচার সম্পর্কে সচেতন,প্রবীন নাগরিকদের NALSA স্কিম, NALSA টোল ফ্রি নম্বর ১৫১০০ জানানো হয় ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পরিষেবা গুলো জানানো হলো,
আজ 29- 07- 2025
গঙ্গারামপুর থানা এলাকায়,
পরামর্শদান ও লিফলেট বিতরণ কারি -
গোলাম রাব্বানি
( পি এল ভি /অধিকার মিত্র)
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
Photo from Bappa Paul
আইনি সচেতনতা শিবির করা হলো চেচড়া ICDS সেন্টারে। Mediation of tha Nation এর প্রচার করা হলো, বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা হলো। Plv অধিকার মিত্র Shyama Majumder (paul )tapan block
আইনি সচেতনতা শিবির
আজ বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া হাইস্কুলে একটি আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।।
সেখানে আলোচ্য বিষয় ছিল
বাল্যবিবাহ ও শিশু ও নারী পাচার ।
আয়োজক অধিকার মিত্র/ পি এল ভি
নাসিম রেজা
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ
Success story of Adhikar Mitra named Golam Rabbani
" Success Story "
বিদ্যালয় ছুট বিদ্যালয় মুখি করা হয়েছে দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে ।
সুবিনাথ হাঁসদা
পিতা - অমল হাঁসদা
মাতা - জোস্না মার্ডি
গ্রাম -প্রাণসাগর
থানা -গঙ্গারামপুর
জেলা - দক্ষিন দিনাজপুর
বিদ্যালয় যাওয়া বন্ধ করে দেয় সুবিরাম হাঁসদা ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে আমি অধিকার মিত্র তথা পি এল ভি গোলাম রাব্বানি বার গিয়ে পড়াশোনার না করলে কুফল সম্পর্কে সচেতন করা হয় ।
অভিভাবক সহ প্রতিবেশী দের এবং বিদ্যালয়ে পড়াশোনা করে তাদের কে নিয়ে বার বার বোঝানোর ফলে সুবীরাম বর্তমানে বিদ্যালয়ে নিয়মিত যাচ্ছে এবং মনোযোগ দিয়ে লেখা পড়া চালিয়ে যাচ্ছে ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগের ফলে সুবিরম বিদ্যালয় মুখি হওয়ায় প্রচন্ড খুশি হয়েছেন এবং দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানিয়েছেন ।
অত্যন্ত গর্বিত যে আমি অধিকার মিত্র তথা পি এল ভি গোলাম রাব্বানি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর অংশ হিসেবে এই মানবিক কাজে অবদান রাখতে পেরেছি ।
LLC
আজ ইংরেজি 28.07.25তারিখে মিডিয়েশন ফর দ্যা ন্যাশনবালুরঘাট ব্লক শ্যামপুরে একটি আইনের সচেতনতা শিবি র আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন গ্রামে লোকজন বিষয় ছিল চাইল্ড ম্যারেজ চাইল্ড ট্রাফিকিং ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পরিষেবা মূলক কাজ করে আয়োজক অধিকার মিএ সোমা পাল সাহা
Success story of Adhikar Mitra named Golam Rabbani
সাফল্যের কথা
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আন্তরিক সহায়তায় খুঁজে পাওয়া গেল সাইফি মাহিম ইসলামকে
গত ২৬শে জুন, ২০২৫ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত রঘুনাথপুর কালদিঘির বাসিন্দা সাইফি মাহিম ইসলাম (পিতা: সরিফুল ইসলাম, মাতা: মুনমুন সরকার) প্রাণসাগর আদর্শ একাডেমি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়।
রাতভর খোঁজাখুঁজির পরেও পরিবারের সদস্যরা কোথাও তার সন্ধান পাননি। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতেও খোঁজ নিয়েও কোনো খবর মেলেনি। ফলে পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।
পরদিন সকালবেলা বিষয়টি জানানো হলে আমি, গোলাম রাব্বানী, অধিকার মিত্র (PLV), জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, দক্ষিণ দিনাজপুর – সঙ্গে সঙ্গে থানায় মিসিং ডায়েরি করার পরামর্শ দিই ও বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার জন্য পরামর্শ দিই।
২৭শে জুন যখন পরিবারের লোকজন ডায়েরি করতে যাচ্ছিলেন, সেই সময় এক আনন্দ সংবাদ আসে—একজন ট্যাক্সিচালক সাইফিকে কলকাতায় পেয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ পরে তাকে কলকাতা শিশু সুরক্ষা কমিটির (CWC) কাছে হস্তান্তর করে এবং তাঁরা সাইফিকে পুটারি হোম-এ রাখেন।
সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গে সাইফির পরিবার ও আমি যোগাযোগ করি আমাদের সুপরিচিত মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি উদয় কুমার মহাশয়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার বাবুন দাস মহাশয়ের সঙ্গে। তিনি দ্রুত বিষয়টি কলকাতা CWC-এর সঙ্গে সমন্বয় করে সঠিক তথ্য সংগ্রহ করেন এবং অভিভাবকদের জানান।
এরপর আমি যোগাযোগ করি দক্ষিণ দিনাজপুর জেলা শিশু সুরক্ষা কমিটির সম্মানীয় সদস্য সুরজ দাস মহাশয়ের সঙ্গে। তিনি আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং দক্ষিণ দিনাজপুর থেকে প্রয়োজনীয় রিপোর্ট প্রেরণ করা হয়। রিপোর্ট যাচাইয়ের পর কলকাতা শিশু সুরক্ষা কমিটি সাইফিকে তাঁর অভিভাবকদের কাছে হস্তান্তর করে।
অবশেষে সাইফি মাহিম ইসলাম নিরাপদে ফিরে আসে। অভিভাবকগণ আনন্দে আপ্লুত হন এবং জেলার সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
🙏 কৃতজ্ঞতা প্রকাশ:
আমি, গোলাম রাব্বানী,
অধিকার মিত্র/পি.এল.ভি,
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, দক্ষিণ দিনাজপুর
অত্যন্ত গর্বিত যে, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অংশ হিসেবে এই মানবিক কাজে অবদান রাখতে পেরেছি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই—
মাননীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের PSO বাবুন দাস মহাশয়কে।
দক্ষিণ দিনাজপুর শিশু সুরক্ষা কমিটির সদস্য সুরজ দাস মহাশয়কে।
যাঁদের নিরবচ্ছিন্ন সহযোগিতা ও আন্তরিকতায় একটি শিশুকে সুরক্ষিতভাবে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
সতত মানবিকতাই আমাদের পথপ্রদর্শক।
সকলকে ধন্যবাদ।
গোলাম রাব্বানি
Monday, July 28, 2025
Photo from Abdul Rashid Sarkar
গঙ্গারামপুর ব্লকের অধীন 10 নং উদয় জিপি অফিসে উভয় পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ আলোচনার মাধ্যমে মিমাংসা করা হলো। উপস্থিত ছিলেন প্রধান 10 নং উদয় জিপি, আয়োজক আব্দুল রশিদ মিঞা পি এল ভি (অধিকার মিত্র) অধীন দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ।
তাং ইং 28/07/2025
তাং ইং 28/07/2025
Photo from Pramanik
Legal Awareness Camp held on *28 /07/2025* at *Pathala para 41 no ICDS. Centre. under Gangarampur Block.* Discussed Legal Services Authority Act Mediation. Child Marriage.Human Trafficking.Sexual Harassment.Child Labour.and pocso act.present of Girls Child.Boys Child.Local Guardian.ICDS . Worker and Helper present this programme.
Organized by
*MINTU PRAMANIK* (Adhikar Mitra/PLV)
DLSA. D/Dinajpur.
Organized by
*MINTU PRAMANIK* (Adhikar Mitra/PLV)
DLSA. D/Dinajpur.
GOLAM RABBANI
Mobile van promotion Dakshin Dinajpur District Legal Services Authority Legal Awareness and Outreach Programme & Mediation " For the Nation " Campaigning , in the remote corners Gangarampur Block,
On 27 - 07 -2025
Arranged by
GOLAM RABBANI
( Adhikar Mitra/PLV )
District Legal Services Authority,
Photo from GOLAM RABBANI
Mobile van promotion Dakshin Dinajpur District Legal Services Authority Legal Awareness and Outreach Programme & Mediation " For the Nation " Campaigning , in the remote corners Gangarampur Block,
On 27 - 07 -2025
Arranged by
GOLAM RABBANI
( Adhikar Mitra/PLV )
District Legal Services Authority,
Subscribe to:
Comments (Atom)