14 November 2024 জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কৈশোর দের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।স্থান গঙ্গারামপুর ব্লকের অধীন ফুলবাড়ী এলাকা।শিবিরে বিশেষ করে নারী ও শিশু পাচার চক্রে দূস্কৃতিদের বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করা হলো।এ ছাড়াও বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি, সমাজ কল্যানে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভুমিকা, ও লোক আদালতে কিকি আইনি সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের পক্ষ থেকে পি এল ভি/অধিকার মিত্র আব্দুল রশিদ মিঞা।