দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি ম্যাডাম কেয়া বালা মহাশয়ার নির্দেশে বালুরঘাট শুভায়ন হোমে শিশু দিবস ( Children's Day- 14 November ) পালন করা হলো,
আজ 14- 11 - 2024
দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানাতেই শিশু দিবস হিসেবে চিহ্নিত হয়েছে । দেশের ভবিষ্যৎ গঠনে শিশুদের গুরুত্বকে মনে করেই ১৪ ই নভেম্বর শিশু দিবস পালিত হয়। শিশুদের অধিকার সম্পর্কে সব মানুষ কে সচেতন করা হয়। শিশুরা যাতে সঠিক শিক্ষা পায়, দেশের সংস্কৃতি সম্পর্কে শিক্ষা পায়, পাশাপাশি শিশুদের সঠিক পুষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরা হয় ।
১৪ ই নভেম্বর শিশু দিবস ( Children's Day) এ শিশুদের অধিকার ও তাদের ভবিষ্যৎ সম্পর্কে সংশ্লিষ্ট সকল কে বার্তা দেওয়া, শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন, শিশু পাচার বিষয়ে সচেততামূলক প্রচার করা হলো,
: আয়োজক :
ARUP SARKAR,
GOUR NITAI HALDER
( PLV/Adhikar Mitra )