দূরদর্শন কর্তৃক প্রস্তুত একটি সংক্ষিপ্ত ভিডিও-ফিল্মের মাধ্যমে ভারতের লোকপাল সম্পর্কে সচেতনতা

Thursday, November 14, 2024

GOLAM RABBANI

দক্ষিণ  দিনাজপুর - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর উদ‍্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি ম্যাডাম কেয়া বালা মহাশয়ার নির্দেশে  গঙ্গারামপুর ব্লকের  শংকর পুর   আই সি ডি এস সেন্টারে    শিশু দিবস  ( Children's Day- 14 November  ) পালন করা হলো,
  
   আজ 14- 11 - 2024
      দেশের  প্রথম  প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল  নেহরুর জন্মদিনে  শ্রদ্ধার্ঘ জানাতেই শিশু  দিবস  হিসেবে  চিহ্নিত   হয়েছে ।
     দেশের  ভবিষ্যৎ  গঠনে  শিশুদের  গুরুত্বকে মনে করেই ১৪ ই নভেম্বর  শিশু  দিবস  পালিত  হয়। শিশুদের  অধিকার  সম্পর্কে  সব মানুষ কে সচেতন  করা হয়। শিশুরা যাতে সঠিক শিক্ষা  পায়, দেশের  সংস্কৃতি  সম্পর্কে  শিক্ষা  পায়,  পাশাপাশি  শিশুদের  সঠিক  পুষ্টির প্রয়োজনীয়তা  তুলে ধরা হয় । 
 ১৪ ই নভেম্বর  শিশু দিবস  ( Children's  Day) এ  শিশুদের  অধিকার  ও তাদের  ভবিষ্যৎ  সম্পর্কে  সংশ্লিষ্ট  সকল  কে বার্তা  দেওয়া  
    শিশুদের  সু সাস্থ্য , শিশুদের  পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ,  কুসংস্কার , শিশুশ্রম, যৌন  নির্যাতন, শিশু পাচার বিষয়ে  সচেততামূলক প্রচার করা হলো,
       উপস্থিত  ছিলেন  -
 আই সি ডি এস কর্মী মাম্পি সাহা ( রায়)  ও সহায়িকা                            

  
           :  আয়োজক  :
   
      GOLAM RABBANI
     ( PLV/Adhikar Mitra )
District Legal Services  Authority,
 Dakshin Dinajpur