Alternative Dispute Resolution (A.D.R.) Centre, District Court Complex, Balurghat, Dakshin DInajpur, West Bengal, India, 733101
Saturday, August 3, 2024
Photo from Abdul Rashid Sarkar
গঙ্গারামপুর ব্লকের অধীন হামজা পুর এলাকায় নদীর বালী তোলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিবাদ গঙ্গারামপুর থানায় বসে আলোচনার মাধ্যমে মিমাংসা করা হলো। উপস্থিত ছিলেন এস,আই সঞ্জীব ভদ্র। সহযোগিতা য় পি এল ভি আব্দুল রশিদ মিঞা। তাং ইং 03/08/2024
Photo from ARIFUL ISLAM
*(সাফল্য কথা)*
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতার ফলে কুতুরি রায় লক্ষীর ভান্ডারের টাকা পেতে শুরু করলো ----
---------------------
দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া জিপি, র দৌলতপুরের বাসিন্দা অসহায় বিধবা কুতরি রায় চোঁখ দিয়েও কম দেখতে পান । সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে অবগত নন । অতি কষ্টে সাহায্য চেয়ে দিন যাপন করে চলছিলেন, কিন্তু কোনো সময়ে সাহায্য পেতেন আবার কোনো সময়ে সাহায্য পেতেন না । না খেয়ে প্রচন্ড কষ্ট করে দিন যাপন করে চলছিলেন । যেহেতু চোঁখে কম দেখতে পান তাই দুরে গিয়ে সাহায্য চাইতে সম্ভব হতনা ।
অঙ্গনওয়ারি সেন্টারে গিয়ে কখনো খাওয়ার চেয়ে খেতো, কখনো আবার কিছু দোকানদার খাওয়া দোকান থেকে সাহায্য করতেন ।
সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে অবগত ছিলেন না বা কেউ সহায়তার আশ্বাস বা হাত বাড়িয়ে দেয় নি ।
দক্ষিন দিনাজ পুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিষেবা গুলো প্রচার করতে বিষয়টি আমার নজরে পড়ে ।
আমি প্রথমে দুঃখের কথা শুনে হতবম্ব হয়ে যাই ।
কুতুরি রায় বিধবা হলেও স্বামীর মৃত্যুর সার্টিফিকেট নেই , এই অবস্থায় বিধবা ভাতা করা কঠিন ।
ব্যাংক এর একাউন্ট ছিল না । ব্যাংক এ যোগাযোগ করে একাউন্ট করে দিয়ে গঙ্গারামপুর ব্লকের সঙ্গে আধার কার্ড সহ মহিলা কে যোগাযোগ করি ।
বিডিও সাহেব গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ করি লক্ষীর ভান্ডার করে দেওয়ার জন্য ।
আজ 03- 08 -2024 তারিখে বাড়ি বাড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিষেবাগুলো জানানোর প্রচারে গিয়ে খোঁজ নিয়ে কুতুরি রায় কে সঙ্গে নিয়ে ব্যাংক এ নিয়ে যাই । ব্যাংক গিয়ে পাশ বই আপডেট করে জানা যায়
সরকারি লক্ষির ভান্ডারের টাকা কুতুরি রায় এর একাউন্ট এ টাকা টাকা ঢুকে গেছে । টাকা তুলে হাতে পেয়ে কুতুরি রায়
প্রচণ্ড খুশি এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানালেন।
অসহায় কুতুরি রায় এর টাকা পাওয়ার খবর গ্রামবাসী জানার পর প্রতিবেশী, গ্রামবাসী জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর এই কাজের জন্য আনন্দিত ও ধন্যবাদ জানালেন ।
সরকারের সুযোগ সুবিধা পেতে সহযোগিতা কারি হিসাবে একান্ত প্রচেষ্টা ও সেই প্রচেষ্টায় সাফল্য লাভ কারি
আরিফুল ইসলাম
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
দক্ষিণ দিনাজপুর।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
দক্ষিণ দিনাজপুরের অংশ হতে পেরে আমি গর্বিত ও অভিভূত।
GOLAM RABBANI
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের আশোকগ্রাম জিপি,র নেহেম্বা আই সি ডি এস সেন্টারে শিশু কিশোরী, আই সি ডি এস কর্মী , অভিভাবকদের নিয়ে শিবির অনুস্ঠিত হলো ।
আজ -03- 08 - 2024,
Legal Services Authority act 1987 মাধ্যমে সাধারণ মানুষরা কিভাবে আইনি সাহায্য পাবে সেই বিষয়ে আলোকপাত করা হলো,
শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, সাপ কামড়ালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ, পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা করা হলো ,
: আয়োজক :
GOLAM RABBANI
( PLV )
District Legal Services Authority,
Dakshin Dinajpur
GOLAM RABBANI
Legal Awareness Camp held on 03 - 08 - 2024 at Nehemba Adibashi Para ICDS Centre - Ashokgram gp under Gangarampur block - Dakshin Dinajpur,
Discussed - Legal Services Authority act , Child helth & nutrition , Cleanliness, Superstition , Child Marriage, Human Trafficking, unsafe Migration , Sexual Harassment, Child Labour, Bonded Labour, Domestic Violence, Effect of Plastic Pollution, Snake infestation during monsoon awareness , Leaflet distribution, etc ,
Adolescent Girls , Girls Child, Boys Child, Guardians, ICDS Worker , ICDS Helper present this Programme.
Organized by ---
GOLAM RABBANI
( PLV )
District Legal Services Authority,
Dakshin Dinajpur
Friday, August 2, 2024
LAC
A legal service camp was held on the 2/8/24 at Amritokhanda GP .The topic discussed in the meeting was Child Marriage, Child Trafficking, good health, what is good touch and bad touch, victim compensation and in which all DLSA provides legal services etc. The camp held at Balurghat block,Organized by PLV Pooja Das, Supriya Sarkar.
GOLAM RABBANI
Legal Awareness Camp held on 02 - 08 - 2024 at Khailshakuri ICDS Centre - Ashokgram gp under Gangarampur block - Dakshin Dinajpur,
Discussed - Legal Services Authority act , Child helth & nutrition , Cleanliness, Superstition , Child Marriage, Human Trafficking, unsafe Migration , Sexual Harassment, Child Labour, Bonded Labour, Domestic Violence, Effect of Plastic Pollution, Snake infestation during monsoon awareness , Leaflet distribution, etc ,
Adolescent Girls , Girls Child, Boys Child, Guardians, ICDS Worker , ICDS Helper present this Programme.
Organized by ---
GOLAM RABBANI
( PLV )
District Legal Services Authority,
Dakshin Dinajpur
GOLAM RABBANI
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের আশোকগ্রাম জিপি,র শিবকৃষ্ণপুর আই সি ডি এস সেন্টারে শিশু কিশোরী, আই সি ডি এস কর্মী , অভিভাবকদের নিয়ে শিবির অনুস্ঠিত হলো ।
আজ -02 - 08 - 2024,
Legal Services Authority act 1987 মাধ্যমে সাধারণ মানুষরা কিভাবে আইনি সাহায্য পাবে সেই বিষয়ে আলোকপাত করা হলো,
শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, সাপ কামড়ালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ, পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা করা হলো ,
: আয়োজক :
GOLAM RABBANI
( PLV )
District Legal Services Authority,
Dakshin Dinajpur
GOLAM RABBANI
Legal Awareness Camp held on 02 - 08 - 2024 at Chalun Adibashi Para ICDS Centre - Chalun gp under Gangarampur block - Dakshin Dinajpur,
Discussed - Legal Services Authority act , Child helth & nutrition , Cleanliness, Superstition , Child Marriage, Human Trafficking, unsafe Migration , Sexual Harassment, Child Labour, Bonded Labour, Domestic Violence, Effect of Plastic Pollution, Snake infestation during monsoon awareness , Leaflet distribution, etc ,
Adolescent Girls , Girls Child, Boys Child, Guardians, ICDS Worker , ICDS Helper present this Programme.
Organized by ---
GOLAM RABBANI
( PLV )
District Legal Services Authority,
Dakshin Dinajpur
Thursday, August 1, 2024
GOLAM RABBANI
Legal Awareness Camp held on 01 - 08 - 2024 at Nandair ICDS Centre - Jahangir pur gp under Gangarampur block - Dakshin Dinajpur,
Discussed - Legal Services Authority act , Child helth & nutrition , Cleanliness, Superstition , Child Marriage, Human Trafficking, unsafe Migration , Sexual Harassment, Child Labour, Bonded Labour, Domestic Violence, Effect of Plastic Pollution, Snake infestation during monsoon awareness , Leaflet distribution, etc ,
Adolescent Girls , Girls Child, Boys Child, Guardians, ICDS Worker , ICDS Helper present this Programme.
Organized by ---
GOLAM RABBANI
( PLV )
District Legal Services Authority,
Dakshin Dinajpur
GOLAM RABBANI
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর জিপি,র সুলতানপুর আই সি ডি এস সেন্টারে শিশু কিশোরী, অভিভাবকদের নিয়ে শিবির অনুস্ঠিত হলো ।
আজ -01 - 08 - 2024,
Legal Services Authority act 1987 মাধ্যমে সাধারণ মানুষরা কিভাবে আইনি সাহায্য পাবে সেই বিষয়ে আলোকপাত করা হলো,
শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, সাপ কামড়ালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ, পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা করা হলো ,
: আয়োজক :
GOLAM RABBANI
( PLV )
District Legal Services Authority,
Dakshin Dinajpur
Wednesday, July 31, 2024
Child marriage
আজকে আবার এক নাবালিকার বিয়ে বন্ধ করা হলো ঘটনাটি ঘটেছে বংশীহারী ব্লকের নাওপাড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক স্টাফ, পুলিশ প্রশাসন,পি এল ভি নাসিম রেজা, SAGKP এর সদস্য।
বাল্য বিবাহ আটকানো হলো
গোপন সূত্রে খবর পেয়ে আজ ইংরেজি ৩১ ৭ ২০২৪ তারিখে একটি বাল্যবিবাহ আটকানো হলো নাবালিকা শিশুর বিবরণ গীতা মুর্মু বয়স ১৭ বছর। পিতা শিব চাঁদ মুর্মু মাতা শ্যামলী মুর্মু বাড়ি তুলসীপুর পোস্ট গোপালভাঁটি থানা পতিরাম ছেলের বিবরণ গৌতম প্রসাদ পিতা রামচরণ প্রসাদ বাড়ি চেঙ্গিসপুর। প্রসাদ পাড়া, পোস্ট চেঙ্গিসপুর থানা বালুরঘাট উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ চাইল্ড হেল্প লাইনে সদস্য ও জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের। পি এল ভি সোমা পাল সাহা ও সুপ্রিয়া সরকার। নাবালিকা শিশুটিকে বালুরঘাট থানায় আনা হয়েছে এবং সিডাব্লিউসি তে করানো হবে।
আইনের সচেতনতা শিবির
আজ বংশীহারী ব্লকে BLCP এর মিটিং আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের BDO,BDMO,EOMME,CDPO,BMOH, SHAVAPATI , পুলিশ প্রশাসন, বিভিন্ন NGO ও পি এল ভি নাসিম রেজা ও সম্পা মন্ডল (সরকার) ।
সেখানে আমাদের জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের কাজ কর্ম গুলো সম্পর্কে তুলে ধরা হয়।
সেখানে আমাদের জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের কাজ কর্ম গুলো সম্পর্কে তুলে ধরা হয়।
Tuesday, July 30, 2024
Photo from Ummed Ali
An awareness camp held at the Pagla More on 30/07/2024 regarding DLSA activities and underage abuse on behalf of DLSA arranged PLV Anarul Islam from Harirampur PS
Home Visit
বংশীহারী ব্লকের এলাহাবাদ গ্ৰাম পঞ্চায়েতের তেলিকুড়ি গ্ৰামে এক নাবালিকা এক মাস আগে সে একটা নাবালক ছেলের সঙ্গে পালিয়ে যায়। বতর্মানে নাবালিকাটি মালদা হোমে আছে। তাই সেখানে সুদেব বর্মন (DCPU) এবং আমি নিজে পি এল ভি নাসিম রেজা উভয় মিলে ঐ নাবালিকার বাড়িতে যাওয়া হয় হোম ভিজিট এর জন্য।
GOLAM RABBANI
মানুষের সাথে মানুষের পাশে , বাড়িতে বাড়িতে, পথে পথে, জমিতে জমিতে মানুষের পাশে দাড়িয়ে প্রয়োজনীয় কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হলো এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পরিষেবা গুলো জানানো হলো,
আজ 30 - 07 - 2024
গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন এলাকায় ।
পরামর্শদান ও লিফলেট বিতরণ কারি -------
গোলাম রাব্বানী
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
দক্ষিণ দিনাজপুর
Monday, July 29, 2024
Legal awareness camp
Legal awareness camp at Mohishnota gram sansad , Dhalpara G.P,Hili, block. Plv Apu Das, Date 29/07/2024
Legal awareness camp
Respect madam,
Legal awareness camp held in icds centre balurghat block dakshin Dinajpur.dt29.07.2024.camp organised by plv Tandra Roy.
Thanks and regards
Tandra Roy
Regn no.109/DLSADD/2017
LAC
A legal service camp was held on the 29/7/24 at Bharila praimary school .The topic discussed in the meeting was Child Marriage, Child Trafficking, good health, what is good touch and bad touch. and in which all DLSA provides legal services etc. The camp held at Balurghat block,Organized by PLV Pooja Das, Soma Pal Saha .
Saturday, July 27, 2024
Legal awareness Camp
27.07.2024 তারিখে জন্তির গ্রাম প্রাইমার ি স্কুলে আওয়ারস ক্যাম্প করা হলো নাজিরপুর জিপির আন্ডারে বালুরঘাট ব্লক দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজক -
যুথিকা বর্মন
দীপা দাস।
Subscribe to:
Comments (Atom)