বংশীহারী ব্লকের এলাহাবাদ গ্ৰাম পঞ্চায়েতের তেলিকুড়ি গ্ৰামে এক নাবালিকা এক মাস আগে সে একটা নাবালক ছেলের সঙ্গে পালিয়ে যায়। বতর্মানে নাবালিকাটি মালদা হোমে আছে। তাই সেখানে সুদেব বর্মন (DCPU) এবং আমি নিজে পি এল ভি নাসিম রেজা উভয় মিলে ঐ নাবালিকার বাড়িতে যাওয়া হয় হোম ভিজিট এর জন্য।