Search This Blog

Tuesday, July 30, 2024

Home Visit

বংশীহারী ব্লকের এলাহাবাদ গ্ৰাম পঞ্চায়েতের তেলিকুড়ি গ্ৰামে এক নাবালিকা এক মাস আগে সে একটা নাবালক ছেলের সঙ্গে পালিয়ে যায়। বতর্মানে নাবালিকাটি মালদা হোমে আছে। তাই সেখানে সুদেব বর্মন (DCPU) এবং আমি নিজে পি এল ভি নাসিম রেজা উভয় মিলে ঐ নাবালিকার বাড়িতে যাওয়া হয় হোম ভিজিট এর জন্য।