একটি আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান 10 নং উদয় জি পি অফিস। বাল্যবিবাহের কুফল ও তার প্রতিকার, নারী ও শিশু সুরক্ষা,গার্হস্থসহিংসতা, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা। তাং ইং 20/06/2022
নাবালিকা মা এর সঙ্গে ফোন কথা হয় মেয়ে কে নিয়ে তার দিদার বাড়িতে আছে । উভয় পক্ষের বাড়ি লোকজন দের সঙ্গে কথা বলে সমস্ত কাগজ পত্র নেওয়া হয় ও নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে কে নিয়ে আগামী কাল চাইল্ড লাইন অফিসে আসতে বলা হয় ।
উপস্থিত ছিলেন জয়েন বিডিও ডেপুটি সেক্রেটারি
বালুরঘাট থানা ,পতিরাম থানা আর জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ পরিষেবা
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে সহায় সম্বল হীন আদিবাসী অসুস্থ মহিলা কে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা
-------------------------
মুনি বাস্কে
স্বামী - বাবান হেমরম
গ্রাম - নৈলাকুড়ি
উদয় জিপি,
গঙ্গারামপুর,
মুনি বাস্কে অনেকদিন থেকে অসুস্থ । ভিক্ষা বৃত্তি করে সংসার পালন করে আসছে। বর্তমানে অবস্থা আরও খারাপ খুবই কষ্টের মধ্যে দিন যাপন করে চলেছেন অসুস্থ মুনি বাস্কে এবং উনার স্বামী । স্বামীর ও শারীরিক অবস্থা খুব ভাল না। তাই দুরে যাওয়া সম্ভব হচ্ছে না। এই খবর পাওয়ার পর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো,
আজ 18-06-2022
এই খাদ্য সামগ্রী যৎসামান্য তবুও এই রকম উদ্যোগে পরিবার টি প্রচণ্ড খুশি ।
ট্রাই সাইকেল এ ফেরি করে সংসার প্রতিপালন করে আসছে ।
দুজনের মানবিক ভাতা চালু আছে ।
মাঝে মাঝে পরিবার টির প্রতি খোঁজ নেওয়া হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে।
খোঁজ নিয়ে জানতে পারি ট্রাই সাইকেল টি ভেঙ্গে গেছে । ট্রাই সাইকেল টি ভেঙ্গে যাওয়ায় প্রচণ্ড সমস্যায় পড়েছে সুনিল শিকরা । সব কিছু জানার পর কষ্ট করে নিয়ে লেদ বা ঝালাই মেকারের কাছে ঠিক করে দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে ।
পরে বাড়িতে গিয়ে দরখাস্ত লিখে দেই ALLIMCO ও বিড়িও অফিসে জমা দেওয়ার জন্যে চেন্জ করে নতুন ট্রাই সাইকেল পেয়ে চলাফেরা করতে পারেন।
সহযোগিতা করার জন্য দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানালেন এবং প্রচণ্ড খুশি ।
Mobile van promotion Dakshin Dinajpur District Legal Services Authority Awareness programme & Autistic Pride Day ( 18th June ) , in the remote corners Gangarampur Block,
Mobile van promotion Dakshin Dinajpur District Legal Services Authority Awareness programme & Autistic Pride Day ( 18th June ) , in the remote corners Gangarampur Block,
Mobile van promotion Dakshin Dinajpur District Legal Services Authority Awareness programme & Autistic Pride Day ( 18th June ) , in the remote corners Gangarampur Block,
পথে পথে, বাড়ি বাড়ি প্রচারে আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষের সমস্ত কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হলো এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পরিষেবা গুলো জানানো হলো, গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন এলাকায়
পথে পথে, বাড়ি বাড়ি প্রচারে আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষের সমস্ত কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হলো এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পরিষেবা গুলো জানানো হলো, গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন এলাকায়
Mobile van promotion Dakshin Dinajpur District Legal Services Authority Awareness programme & World Elder Abuse Awareness Day ( 15th June ) , in the remote corners Gangarampur Block,
(বিশ্ব বয়স্ক নির্যাতন সচেতনতা দিবস ) উপলক্ষ্যে - বাড়ি বাড়ি প্রচারে গিয়ে বয়স্করা পরিবারের দ্বারা বা অন্য কারো দ্বারা নির্যাতনের স্বীকার হচ্ছে কিনা, তাদের দেখাশোনার লোকজন আছে কিনা এবং সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কিনা খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পরামর্শ দেওয়া হলো