Search This Blog

Saturday, June 18, 2022

Photo from GOLAM RABBANI

দক্ষিণ  দিনাজপুর  - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  থেকে সহায় সম্বল হীন   আদিবাসী  অসুস্থ  মহিলা  কে খাদ্য  সামগ্রী  দিয়ে  সহায়তা  
    -------------------------
  মুনি বাস্কে 
স্বামী - বাবান হেমরম 
গ্রাম - নৈলাকুড়ি 
  উদয় জিপি,
   গঙ্গারামপুর,
     মুনি বাস্কে অনেকদিন  থেকে  অসুস্থ । ভিক্ষা  বৃত্তি  করে সংসার পালন করে আসছে। বর্তমানে  অবস্থা  আরও  খারাপ  খুবই  কষ্টের  মধ্যে  দিন যাপন  করে চলেছেন অসুস্থ  মুনি বাস্কে এবং  উনার স্বামী । স্বামীর ও শারীরিক  অবস্থা  খুব ভাল না। তাই দুরে যাওয়া  সম্ভব  হচ্ছে  না। এই খবর  পাওয়ার  পর জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  থেকে  খাদ‍্য সামগ্রী  তুলে দেওয়া  হলো, 
   আজ 18-06-2022 
 এই খাদ্য  সামগ্রী  যৎসামান্য  তবুও  এই রকম  উদ্যোগে পরিবার টি প্রচণ্ড  খুশি ।
 
    সহযোগিতা কারি -----
     গোলাম  রাব্বানী 
        (পি এল ভি )
জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
 দক্ষিণ  দিনাজপুর