Sunil Shikra
S/O- Lt Karma Shikra
Banihari
Post- Janchi
P/S- Gangarampur
অসহায় প্রতিবন্ধী পরিবার
স্বামী স্ত্রী দুজনে প্রতিবন্ধী।
ট্রাই সাইকেল এ ফেরি করে সংসার প্রতিপালন করে আসছে ।
দুজনের মানবিক ভাতা চালু আছে ।
মাঝে মাঝে পরিবার টির প্রতি খোঁজ নেওয়া হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে।
খোঁজ নিয়ে জানতে পারি ট্রাই সাইকেল টি ভেঙ্গে গেছে । ট্রাই সাইকেল টি ভেঙ্গে যাওয়ায় প্রচণ্ড সমস্যায় পড়েছে সুনিল শিকরা । সব কিছু জানার পর কষ্ট করে নিয়ে লেদ বা ঝালাই মেকারের কাছে ঠিক করে দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে ।
পরে বাড়িতে গিয়ে দরখাস্ত লিখে দেই ALLIMCO ও বিড়িও অফিসে জমা দেওয়ার জন্যে চেন্জ করে নতুন ট্রাই সাইকেল পেয়ে চলাফেরা করতে পারেন।
সহযোগিতা করার জন্য দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানালেন এবং প্রচণ্ড খুশি ।
সহযোগিতা কারি -
Golam Rabbani
( PLV )
District Legal Services Authority,
Dakshin Dinajpur