দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে আজ (05.01.2026) হিলিতে হিলি রমানাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে একটি LEGAL LITERACY CAMP করা হলো। শিবিরের মাধ্যমে এই প্রচার অভিযানের মূল উদ্দেশ্য হলো 'শিশু অধিকার' সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
# প্রচারের মূল বিষয়বস্তু হলো "শিশুদের সুরক্ষা, (Protect the Child)। প্রচারের সময় শিশুদের নিম্নলিখিত চারটি অধিকারের ওপর গুরুত্ব দেওয়া হয়:
১. স্বাস্থ্য (Health): শিশুদের শারীরিক সুস্থতা বজায় কিছু কথা আলোচনা করা হলো।
২. পুষ্টি (Nutrition): সঠিক খাদ্যাভ্যাস এবং পুষ্টির অধিকার বিষয়ে আলোচনা।
৩. শিক্ষা (Education): পড়াশোনার সুযোগ এবং শিক্ষার অধিকার নিয়ে কিছু কথা।
৪. স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা (Hygiene): ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও কোনো আইনী সহায়তার প্রয়োজন হলে সরকারি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৫১০০ প্রচার করা হলো।
অধিকার মিত্র : বিজয় বর্মন
Date: 05.01.2026