Search This Blog

Monday, January 5, 2026

Fwd: Stop child marriage

Revised
আজ 2/1/26 তারিখে গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ও পি এল ভি দের যৌথ উদ্যোগে ১৬ বছর বয়স এর একটি নাবালিকা মেয়েকে কালিকা পুর এলাকা থেকে নিয়ে আসা হয় ও মালদা হোম পাঠানো হয়। মেয়ে টি ওই কালিকা পুর এলাকার একটি ১৯ বছর বয়সি ছেলের সাথে বিয়ের জন্য ওই ছেলেটির বাড়িতেই ছিল, তাই বাড়ির লোক কে child marriage সম্পর্কে অবগত করা হয় এবং বিয়ে বন্ধ করা হয়।
 উপস্থিত পি এল ভি/অধিকার মিত্র: পূজা দাস ,সোমা পাল সাহা ও সুপ্রিয়া সরকার 

---------- Forwarded message ---------
From: Puja Das <pujansaan@gmail.com>
Date: Sat, 3 Jan, 2026, 12:36 am
Subject: Stop child marriage
To: <ddinajpur.dlsa.plvs@blogger.com>


  আজ 2/1/26 তারিখে গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ও পি এল ভি  দের যৌথ উদ্যোগে ১৬  বছর বয়স এর একটি নাবালিকা মেয়েকে কালিকা পুর এলাকা থেকে নিয়ে আসা হয় ও মালদা হোম পাঠানো হয়। মেয়ে টি ওই কালিকা পুর এলাকার একটি ১৯ বছর বয়সি ছেলের সাথে  বিয়ের জন্য ওই ছেলেটির বাড়িতেই ছিল, তাই বাড়ির লোক কে child marriage সম্পর্কে অবগত করা হয় এবং বিয়ে বন্ধ করা হয়।