Search This Blog

Tuesday, December 2, 2025

Photo from Abdul Rashid Sarkar

WORLD AIDS DAY উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। স্থান গঙ্গারামপুর ব্লকের অধীন রতন পুর ICDS CENTEA NO 70.
আলোচনায় আজকের দিনের গুরুত্ব, আগামী 13 ডিসেম্বর জাতীয় লোক আদালতে আইনি সুবিধা পেতে আজই বালুরঘাট ডি এল এস এ   এবং বুনিয়াদ পুর SDLSC OFFICE  এ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, শিশু ও নারী পাচারকারীর খপ্পরে না পড়া, টোল ফ্রি নম্বর 1098 ও 15100 এর প্রচার, মানব কল্যাণে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো।
তাং ইং 01/12/2025
আয়োজক আব্দুল রশিদ মিঞা পি এল ভি/অধিকার মিত্র অধীন দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ।