Search This Blog

Tuesday, December 2, 2025

Legal awareness camp


১ ডিসেম্বর ২০২৫
বিশ্ব এইডস দিবসের উপলক্ষে আইনি সচেতনতা শিবিরের আয়োজন

আজ ১ ডিসেম্বর ২০২৫ তারিখ জলঘর পঞ্চায়েতে আইসিডিএস মহিলাদের ও health center মহিলাদের নিয়ে বিশ্ব এইডস দিবসের উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।  

আলোচনায় আজকের দিনের গুরুত্ব, এই রোগ থেকে বাঁচার উপায়, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়ার উপায়, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা ও আইনি সুবিধা পাওয়ার জন্য আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে জাতীয় লোক আদালত থেকে সুবিধা গ্রহণের জন্য D,L,S,A বালুরঘাট ও S,DL,S,C অফিস বুনিয়াদপুরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।  

অতিথিবৃন্দ POSH Act 2013 বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।  

আয়োজক:
তন্দ্রা রায়


PLV / অধিকার মিত্র
জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ, দক্ষিণ দিনাজপুর
Thanks and Regards, 
Tandra Roy.