বালুরঘাট ব্লকের মাহিনগর এলাকায় বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে একটি আইনি সচেতনতা শিবির করা হল। উক্ত শিবিরে এইডস রোগ এবং এইডস আক্রান্ত রোগীদের বিষয়ে আলোচনা করা হয় এছাড়াও আইনি পরিষেবা লোক আদালত, child marriage, victim compensation etc বিষয়ে আলোচনা করা হয়।আয়োজক পি এল ভি ( অধিকার মিত্র) সুপ্রিয়া সরকার 01/12/2025