প্রবীন নাগরিক দিবস উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো স্থান গঙ্গারামপুর ব্লকের অধীন রতন পুরICDS Center No 364। বিশেষ করে 2007 সালের আইনে প্রবীন নাগরিকের মর্যাদার সাথে জীবন জাপন ও নিরাপত্তা পাওয়ার অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো।প্রয়য়োজনে পি এল ভি তথা দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের সাথে যোগাযোগ রাখতে বলা হলো। এছাড়াও বাল্যবিবাহ রোধে 1098 নং ও আইন জানতে 15100 নং এ ফোন করতে বলা হয়েছে। শেষে POSH ACT 2013 সম্মন্ধে বিস্তারিত আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন দিদিমনি, হেল্পার ও এলাকার প্রবীণ নাগরিক সহ এলাকার মানুষ। আয়োজক আব্দুল রশিদ মিঞা পি এল ভি/অধিকার মিত্র অধীন দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ।
তাং ইং 17/11/2025
তাং ইং 17/11/2025