দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের চালুন জিপি, র আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া এলাকায় প্রবীণ নাগরিক দের নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো,
আজ - 17 - 11 - 2025,
'পিতামাতা এবং প্রবীণ নাগরিক আইন, ২০০৭' বিষয়ে আলোচনা করা হলো ।
ক)- প্রবীণ নাগরিকদের মর্যাদার সঙ্গে জীবনযাপন এবং নিরাপত্তা পাওয়ার অধিকার এই আইনে আছে ,
খ)- ভরণপোষণের অধিকার সন্তান ও নিকটাত্মীয়দের কাছ থেকে ,
গ)- আইন টি শুধু ভরণপোষণ নয়, প্রবীণ নাগরিকদের কল্যাণের দিকটিও দেখে ।
চিকিৎসা পরিষেবা : হাসপাতাল গুলিতে প্রবীণ নাগরিকদের জন্য পৃথক কাউন্টার এবং স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে ।
ঘ)- সম্পত্তি হস্তান্তর বাতিল
আরও বিস্তারিত আলোচনা করা হল,
উপস্থিত ছিলেন - তফসিলী জাতি, তফসিলী উপজাতী , সংখ্যালঘু পরিবারের প্রবীণ নাগরিক গন
: আয়োজক :
GOLAM RABBANI
( PLV /Adhikar Mitra)
District Legal Services Authority,
Dakshin Dinajpur