Search This Blog

Friday, October 10, 2025

Photo from Abdul Rashid Sarkar

WORLD MENTAL HEALTH DAY
উপলক্ষে এক টি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। স্থান গঙ্গারামপুর ব্লকের অধীন দমদমা অঞ্চল অফিস। উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান প্রধান, উপপ্রধান, সদস্য,সদস্যাগণ 5 নং দমদমা অঞ্চল। বিশেষ করে 2026 সালের মধ্যে দমদমা অঞ্চল সহ দক্ষিন দিনাজপুর জেলা বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণারদিকে এগোবার কথা আলোচনা করা হয়েছে। এছাড়াও দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভূমিকা ও লোক আদালতে কি কি আইনি পরিসেবা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। আয়োজক আব্দুল রশিদ মিঞা  পি এল ভি/ অধিকার মিত্র অধীন দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ।
তাং ইং 10/10/2025