Search This Blog

Friday, October 10, 2025

বাল্যবিবাহ।

আজ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের জাবরাহার এলাকায় এক ব্যক্তি যার বয়স 22 বছর সে এক নাবালিকাকে বিয়ে করে,যার বয়স 15 বছর । আমরা চাইল্ড লাইন মারফত খবর পেয়ে জাবড়াহার এলাকায় যাই এবং সেখানে গিয়ে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে CWC তে পাঠানোর ব্যবস্থা করা হয় । 

সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক, পুলিশ প্রশাসন, CDPO ও অধিকার মিত্র/ পি এল ভি নাসিম রেজা ও আফতাব হোসেন ।