Search This Blog

Wednesday, September 10, 2025

আইনি সচেতনতা শিবির

আজ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভায় এক আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়। সেখানে মুলত HIV/AIDS রুগিদের নিয়ে আলোচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন SDLSC গঙ্গারামপুর অ্যাড বুনিয়াদপুর কোর্টের ক্লার্ক উৎপল মাহাতো ও অধিকার মিত্র পি এল ভি নাসিম রেজা।

অধিকার মিত্র পি এল ভি 
      নাসিম রেজা 
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ 
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর