কুমার গঞ্জ ব্লকের ভৌ৺ওর জি পির আল আজিজ একাডেমী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের নিয়ে একটি আইনী সচেতনতা শিবির করা হয়, বিষয়, বিনামূল্যে আইনি পরিষেবা, বাল্যবিবাহ, জাতীর জন্য মধ্যস্থতা,পকসো আইন শিশু পাচার প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। আয়োজক পি এল ভি (অধিকার মিত্র) মোক্তারুল মন্ডল, রেজাউল মন্ডল,সারভিন খাতুন,সাধন বর্মন। তারিখ 10/09/2025