আজ ইংরেজি 17.07.25 তারিখে একটি চাইল্ড ম্যারেজ আটকানো হয় বালুরঘাট ব্লকের বোয়ালদার পঞ্চায়েতে মদনগঞ্জ এলাকায় নাবালিকার নাম মানসী টুড ু পিতা মুন্সি টুডু উপস্থিত ছিলেন বালুঘাট থানার পুলিশ চাইল্ড হেল্প লাইন ও জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের পি এল ভি সোমা পাল সাহা
