বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন উপলক্ষে শিশুদের মাঝে গাছ পালার গুরুত্ব যা উষ্ণায়নের জন্য অতি প্রয়োজনীয় তার আলোচনা উপস্থাপন করা হল সঙ্গে গাছের চারা রোপণের উৎসাহ ও চারা প্রদান করা হল দক্ষিণ দিনাজপুর জেলা আইনী পরিসেবা কর্তৃপক্ষ এর পক্ষে পার্শ্ব আইনী সহায়ক PLV বা অধিকার মিত্র আনারুল ইসলাম হরিরামপুর থানা এলাকা হতে। স্থান মালিয়ান দিঘী।