Search This Blog

Thursday, June 5, 2025

GOLAM RABBANI

দক্ষিণ  দিনাজপুর  - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর  নির্দেশে আজ ৫ ই জুন ২০২৫ গঙ্গারামপুর ব্লকের চালুন জিপি   এলাকায়  বিশ্ব পরিবেশ দিবস   পালন  করা হলো মাননীয়া সেক্রেটারী ম্যাডাম কেয়া বালা মহাশয়ার নির্দেশে , 
 বৃক্ষরোপণ, চারা গাছ বিতরণ   এবং  শিবির  করে প্রচার করা হয় । 
 
   ১৯৭৪ সাল থেকে  বিশ্ব পরিবেশ দিবস  পালিত  হয়ে আসছে।  প্রতিবছর  ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস  পালিত  হয়। প্রতি বছরের  ন‍্যায় এ বছরেও জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  থেকে  এই দিন টি পালিত  হলো। 
 
   বিভিন্ন  ধরনের  ক্ষতিকর  গ‍্যাস নির্গমন আর প্রচুর  পরিমাণ ক্ষতিকর  রাসায়নিক  পদার্থ  নিস্কাসনের ফলে দিন দিন পৃথিবীর  উষ্ণতা  বৃদ্ধি  পাচ্ছে । সেই  সঙ্গে  পরিবর্তিত  হচ্ছে  পৃথিবীর বায়ুমন্ডল ও জলবায়ুর । পরিবেশ রক্ষায়  আজ প্রয়োজন  সচেতন  উদ্যোগের। যার যতটুকু  সাধ‍্য তত টুকু  দিয়েই চেষ্টা  করা দরকার  পৃথিবীটাকে বাসযোগ‍্য রাখার।
 গাছপালা  নিধন  না করা  আর অন্যকে  নিধনে নিরুৎসাহিত  করা এবং  নিজে বেশি  বেশি  গাছ লাগানো আর অন্যকে  গাছ লাগাতে  উৎসাহিত  করা । 

       গাছ লাগান, পরিবেশ বাঁচান, 
  

        আয়োজক:-
       গোলাম রাব্বানী 
(অধিকার মিত্র/পি এল ভি )
 জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, 
দক্ষিণ দিনাজপুর