দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের উদ্দোগে Constitution Day of India উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। স্থান গঙ্গারামপুর ব্লকের অধীন 9 নং চালুন জি পি এলাকা। বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়া, পরীযায়ী শ্রমিকদের বিভিন্ন সমষ্যা, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি, সমাজ কল্যানে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভুমিকা, 1510 0নং এর প্রচার, লোক আদালতে কিকি আইনি সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক পি এল ভি/ অধিকার মিত্র আব্দুল রশিদ মিঞা। তাং ইং 26/11/2024