দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি ম্যাডাম কেয়া বালা মহাশয়ার নির্দেশে
আজ 26-11-2024,
বালুরঘাট ব্লকের চামটা শিশু শিক্ষা কেন্দ্রে শিবির করে সংবিধান দিবস ( Constitution Day Of India ) পালন ও প্রচার করা হলো ,
ভারতীয় সংবিধান দিবস । প্রত্যেক বছরের মতো এ বছরও গোটা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে সংবিধান দিবস। ২৬ শে নভেম্বর ভারতের সংবিধান গ্রহনের দিনটিকে স্মরণে রেখেই এই দিনটি পালন করেন দেশবাসী । প্রতি বছরের ন্যায় এবারও সংবিধান দিবস দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্দোগে পালন করা হলো ।
উপস্থিত ছিলেন -- শিশু কিশোরী অভিভাবকেরা , শিশু শিক্ষা কেন্দের শিক্ষক শিক্ষিকা
এবং
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর অধিকার মিত্র (পি এল ভি ) অরূপ কুমার সরকার, গৌর নিতাই হালদার