Wednesday, April 10, 2024

আইনি সচেতনতা শিবির

ইং 10.04.2024 তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বালুরঘাটে ব্লকের ৬ নং রাঙা পঞ্চায়েতে অধীনে নিচুডাঙ্গা একটি অঙ্গনওয়াড়ি সেন্টার এ আইনি সচেতনতা শিবি আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি ও সহায়িকা শিশুরা ও অভিভাবকরা বিষয় ছিল good টাচ ব্যড টাচ বাল্যবিবাহের কুফল ও জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের পরিষেবা মূলক কাজকর্ম। আয়োজক পি এল ভি সোমা পাল সাহা।