Wednesday, April 10, 2024

আইনি সচেতনতা শিবির

আজ ইঃ 10.04.2024তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বালুরঘাট ব্লকের আনন্দ মার্গ প্রাইমারি স্কুল এ একটি আইনি সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকাগন ও ছাত্র-ছাত্রী আর অভিভাবকগণ আলোচ্য বিষয় ছিল বাট টাচ গুড টাচ বাল্যবিবাহের কুফল ও জেলায়নী পরিষেবা কর্তৃপক্ষের পরিষেবা মূলক কাজকর্ম। আয়োজক সোমা পাল সাহা সুপ্রিয়া সরকার ও ইলা মন্ডল। পি এল ভি