Search This Blog

Monday, February 27, 2023

Photo from GOLAM RABBANI

দক্ষিণ  দিনাজপুর - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর উদ‍্যোগে গঙ্গারাামপুর ব্লকের  উদয়  জিপির পঞ্চগ্রাম ডিগিপাড়া তফসিলি  উপজাতি  এলাকায়  শিবির  করা হলো , দক্ষিণ  দিনাজপুর  জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর মাননীয়া সেক্রেটারি  ম‍্যাডাম সঙ্গীতা চ‍্যাটার্জীর মহাশয়ার নির্দেশে -
 
     আজ - 27 - 02- 2023
    
   বাচ্চা  ধরা নিয়ে  যে অপপ্রচার  হচ্ছে সেই  বিষয়ে  আলোচনা  করা হলো। সন্দেহভাজন  কোনো  ব‍্যাক্তি কে দেখতে  পেলে বা সন্দেহ  হলে অবশ্যই  পুলিশ  প্রশাসনের দ্বারস্থ  হতে পরামর্শ  দেওয়া  হলো। আইন নিজের  হাতে তুলে  না নেওয়ার অনুরোধ  জানানো হলো। 

   Legal Services Authority  act 1987  মাধ্যমে  সাধারণ মানুষরা  কিভাবে  আইনি সাহায্য  পাবে  সেই বিষয়ে  আলোকপাত  করা হলো,  
    শিশুদের  সু সাস্থ্য , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ,  কুসংস্কার , শিশুশ্রম, যৌন  নির্যাতন,মানব পাচার, সরকারি বিভিন্ন  সুযোগ সুবিধা সম্পর্কে   আলোচনা  এবং  ডেঙ্গু  সম্পর্কে  সচেতন  করা হলো।
       উপস্থিত  ছিলেন  - 
 সুপ্রিয় চ‍্যাটার্জী - সিভিক  ভলেন্টিয়ার, গঙ্গারামপুর থানা,
   শিশু কিশোর  কিশোরী, স্থানীয়  মহিলা  ও পুরুষ             

         :   আয়োজক :-

      গোলাম  রাব্বানী
        ( পি এল ভি )
জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
  দক্ষিণ  দিনাজপুর