✫ এই ব্লগটি শুধুমাত্র আইনি পার্শ্ব সেবক / সেবিকা গনের শিবিরের তথ্য দেখবার জন্য ব্যবহৃত ✫
আজ ইংরেজি 25/02/2023 বালুঘাট শহরের অন্তর্গত দীপালি নগর এলাকায় ডেইলি লেবারকে নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হলো।। উক্ত শিবিরে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিভিন্ন পরিষেবা, বাল্যবিবাহ, শিশু স্রম এ ছাড়া বর্তমানে শিশু চুরি নিয়ে যে গুজব সাধারণ মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হলো। উক্ত শিবিরে উপস্থিত পি এল ভি অরূপ কুমার সরকার ও গৌড় নিতাই হালদার।