Search This Blog

Wednesday, November 9, 2022

Camp

দক্ষিণ  দিনাজপুর  জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে জাতীয়  আইনি পরিষেবা দিবস  ( National Legal Services  Day )   পালন  করা হলো 
     আজ 09- 11- 2022
     BALURGHAT BLOCK ER 
KASILABATI ICDS CENTER আর্থসামাজিক ভাবে পিছিয়ে পড়া এলাকায় , 
 
প্রতি বছর  সারা  ভারত জুড়ে   ৯ ই নভেম্বর  জাতীয়  আইনি পরিষেবা দিবস পালিত  হয়। মূলত  ১৯৮৭ সালে পাশ হওয়া  ইন্ডিয়ান লিগ‍্যাল সার্ভিসেস অ‍্যাক্ট  এর বিভিন্ন  ধারায় সাধারণ  মানুষ  কে আইনি পরিষেবা  উপলব্ধ  করতে সহায়তা  করা এবং  আইনি পরিষেবা পাওয়ার  অধিকার  সম্পর্কে  মানুষ কে অবগত  করানোর  জন্যে  এই বিশেষ  দিনটি  পালন করা  হয় । সেই মতো আজ ৯ ই নভেম্বর   জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর মাননীয়া সেক্রেটারি  ম‍্যাডাম সঙ্গীতা চ‍্যাটার্জী মহাশয়ার নির্দেশে  Balurghat block er
kasilabati ICDS CENTER  এলাকায়  পালন  করা হলো  । 
  জাতীয়  আইনি পরিষেবা দিবসে তাৎপর্য  তুলে ধরার পাশাপাশি    শিশুদের  সু সাস্থ্য ,  পরিস্কার  পরিচ্ছন্নতা , কুসংস্কার ,  শিশু শ্রম,  যৌন নির্যাতন ,  বাল‍্য বিবাহ ,  মানব পাচার ,   সরকারি  বিভিন্ন  সুযোগ  সুবিধা , ডেঙ্গু  সম্পর্কে  সচেতন  হওয়ার  পরামর্শ  দেওয়া  হয়  ।

     : আয়োজক 
JAYA MONDAL
Puja Das
District Legal Services  Authority,
 Dakshin Dinajpur