___|| PLV/Adhikar Mitra Duty Roster - July 2025 || Adhikar Mitra Contact Number || Newsletter 01.07.2024 to 30.06.2025 ||___

Wednesday, November 9, 2022

দক্ষিণ  দিনাজপুর  জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে জাতীয়  আইনি পরিষেবা দিবস  ( National Legal Services  Day )   পালন  করা হলো,  
     আজ 09- 11- 2022
     গঙ্গারামপুর ব্লকের পুরাতন গঙ্গারামপুর উচ্চ  বিদ‍্যালয়ে 
    
প্রতি বছর  সারা  ভারত জুড়ে   ৯ ই নভেম্বর  জাতীয়  আইনি পরিষেবা দিবস পালিত  হয়। মূলত  ১৯৮৭ সালে পাশ হওয়া  ইন্ডিয়ান লিগ‍্যাল সার্ভিসেস অ‍্যাক্ট  এর বিভিন্ন  ধারায় সাধারণ  মানুষ  কে আইনি পরিষেবা  উপলব্ধ  করতে সহায়তা  করা এবং  আইনি পরিষেবা পাওয়ার  অধিকার  সম্পর্কে  মানুষ কে অবগত  করানোর  জন্যে  এই বিশেষ  দিনটি  পালন করা  হয় । সেই মতো আজ ৯ ই নভেম্বর   জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর মাননীয়া সেক্রেটারি  ম‍্যাডাম সঙ্গীতা চ‍্যাটার্জী মহাশয়ার নির্দেশে  গঙ্গারামপুর ব্লকের পুরাতন  গঙ্গারামপুর উচ্চ  বিদ‍্যালয়ে শিবির  করে   পালন  করা হলো  । 
  জাতীয়  আইনি পরিষেবা দিবসের  তাৎপর্য  তুলে ধরার পাশাপাশি    শিশুদের  সু সাস্থ্য ,  পরিস্কার  পরিচ্ছন্নতা , কুসংস্কার ,  শিশু শ্রম,  যৌন নির্যাতন ,  বাল‍্য বিবাহ ,  মানব পাচার ,   সরকারি  বিভিন্ন  সুযোগ  সুবিধা , ডেঙ্গু  সম্পর্কে  সচেতন  হওয়ার  পরামর্শ  দেওয়া  হয়  ।
    উপস্থিত  ছিলেন  - 
 গ‍ৌতম রায় - প্রধান  শিক্ষক  সহ অন্যান্য  শিক্ষক  শিক্ষিকা গন , পুরাতন  গঙ্গারামপুর উচ্চ  বিদ‍্যালয়  
     : আয়োজক:

POLASH KUMAR SHIKDAR,
KHAYBAR MANDAL 
         AND 

GOLAM RABBANI
      ( PLV )
District Legal Services  Authority,
 Dakshin Dinajpur