Search This Blog

Monday, October 17, 2022

Campll

জেলা আইনী পরিসেবা কর্তপক্ষ এর উদ্যোগে কসিলা বাটি ICDS CENTER
পরবর্তী লোক আদালত 
বাল্য বিবাহ ভিকটিম compensation

     'লোক আদালত' বলতে আমরা সেই আদালতকে বুঝি যেখানে দাম্পত্য কলহ, পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, পথ দুর্ঘটনা জড়িত ক্ষতিপূরণ দাবি, বীমা ও ঋণ সংক্রান্ত বিরোধ প্রভৃতি দেওয়ানী মামলার বিচার হয় ও কম খরচে দ্রুত নিষ্পত্তি সম্ভাবনা থাকে।

     বিভিন্ন ফৌজদারি মামলা যা মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা যায় সেগুলো লোক আদালতে পাঠানো যায়।
     

     মামরা রুজু হয়নি, এমন যে-কোনো বিবাদ লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যায়। যেমন : Bank Loan, Telephone Bill, Finance Company-র বিবাদ ইত্যাদি। 
     (Pre-Litigation)

     এখানে আদালতের (Court) বাইরে আপোষ মীমাংসা ও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিস্পতি চেষ্টা করা হয়

আয়োজক PlV
পুজা দাস
জয়া মণ্ডল
জেলা আইনী পরিসেবা কর্তপক্ষL