দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এক আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়েছিল গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাগদুয়ার ফ্লাট সেন্টারে। আলোচ্য বিষয় ছিল বাল্যবিবাহ, শিশু ও নারী পাচার, DLSA এর কাজকর্ম ও ১২ ই নভেম্বর লোক আদালত সম্পর্কে জানানো হয় ।। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার শিশু সুরক্ষা অধিকারীক ও উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের BDMI,EME ও উপস্থিত ছিলেন গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার আই.সি.ডি.এস কর্মী ও আশা কর্মী এবং উপস্থিত ছিলেন পি এল ভি আফতাব হোসেন। আয়োজক পি এল ভি নাসিম রেজা।।