Search This Blog

Monday, October 17, 2022

আইনি সচেতনতা শিবির

দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এক আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়েছিল গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাগদুয়ার ফ্লাট সেন্টারে।  আলোচ্য বিষয় ছিল বাল্যবিবাহ, শিশু ও নারী পাচার, DLSA এর কাজকর্ম ও  ১২ ই নভেম্বর লোক আদালত সম্পর্কে জানানো হয় ।। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার শিশু সুরক্ষা অধিকারীক ও উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের BDMI,EME ও উপস্থিত ছিলেন গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার আই.সি.ডি.এস কর্মী ও আশা কর্মী এবং উপস্থিত ছিলেন পি এল ভি আফতাব হোসেন।     আয়োজক পি এল ভি নাসিম রেজা।।