Search This Blog

Wednesday, August 3, 2022

বাল্যবিবাহ রোধ করা হল

আজকে একটি নাবালকের বাল্যবিবাহ বন্ধ করা হল।।
নাবালকের বাড়ি হরিরামপুর ব্লকের মোহকর এলাকায়।।
কিন্তু বিয়ে করতে এসেছিল বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের অধিনে সল্লাপুর এলাকায়। নাবালিকার ১৮ বছর বয়স হয়ে গেছে কিন্তু ছেলের বয়স ২১ বছর না হওয়ার জন্য বাল্যবিবাহটি রোধ করা হল এবং ছেলেটির বাবা মুচলেকা দেয় যে আমার ছেলের ২১ বছর বয়স না হওয়া পর্যন্ত আমি তার বিয়ে দেব না। সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক থানা ও পি এল ভি নাসিম রেজা।