Photo from GOLAM RABBANI

অসহায়  শারীরিক  অক্ষম  অসহায়  ব‍্যাক্তির   পাশে দাড়ানোর চেষ্টা  জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ 
-----------------------
 রবিউল মিয়া ( ২৮ বছর )
পিতা - ইয়াসমিন  মিয়া  
গ্রাম- বাসুরিয়া
পোষ্ট - সর্বমঙ্গলা 
থানা - গঙ্গারামপুর 
   রবিউল মিয়া    চলাচল  করতে পারেনা Orthopedic Handicap ,
বাড়ি  বাড়ি  প্রচারে গিয়ে  নজরে আসে।
 একটা  ট্রাই সাইকেল এর জন্যে  অনেক  ঘুরেও পাইনি। আগে  একটি  পেয়েছিল, সেটি  অকেজো  হয়ে পড়ে আছে ।
বিষয়টি  নিয়ে ALIMCO ও ব্লক প্রশাসনের সঙ্গে  যোগাযোগ  করা হয়। ব্লকে ট্রাই সাইকেল পাওয়ার  আবেদন  পত্র লিখে  দিয়ে  জমা  করা হয়। বিষয়টি  নিয়ে  ব্লক  প্রশাসনের সঙ্গে  যোগাযোগ  করা হলে বিডিও সাহেব  জানান  বিষয়টি  গুরুত্বসহকারে  দেখবেন। বিডিও আশ্বাস  পেলে রবিউল  মিয়ার পরিবার প্রচণ্ড  খুশি । 
   যোগাযোগ  করা দরখাস্ত লিখে  দিয়ে  সহযোগিতা  করার জন্য  জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  কে ধন্যবাদ  জানলেন।

    সহযোগিতা কারি ---
      আরিফুল  ইসলাম  
                   এবং 
         গোলাম  রাব্বানী 

           ( পি এল ভি )
 জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
 দক্ষিণ  দিনাজপুর
PLV Duty Roaster July 2024