অসহায় শারীরিক অক্ষম শিশুর পাশে দাড়ানোর চেষ্টা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ
-----------------------
রিতা কিস্কু ( ৮ বছর )
পিতা - নরেস কিস্কু
গ্রাম- হামজা পুর
পোষ্ট - চাম্পাতলী
থানা - গঙ্গারামপুর
রবিউল মিয়া চলাচল করতে পারেনা Orthopedic Handicap ,
বাড়ি বাড়ি প্রচারে গিয়ে নজরে আসে।
একটা ট্রাই সাইকেল এর জন্যে অনেক ঘুরেও পাইনি।
বিষয়টি নিয়ে ALIMCO ও ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। ব্লকে ট্রাই সাইকেল পাওয়ার আবেদন পত্র লিখে দিয়ে জমা করা হয়। বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিও সাহেব জানান বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন। বিডিও আশ্বাস পেলে রিতা কিস্কুর পরিবার প্রচণ্ড খুশি ।
যোগাযোগ করা দরখাস্ত লিখে দিয়ে সহযোগিতা করার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানলেন।
সহযোগিতা কারি ---
আরিফুল ইসলাম
এবং
গোলাম রাব্বানী
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
দক্ষিণ দিনাজপুর