আবার বাল্ বিবাহ বন্ধ করা হলো আজ ইং 30.06.22 তারিখে নাম পল্লবী বর্মন বয়স 13 বছর পিতা নবিন বর্মন মাতা রঞ্জনা বর্মন সাং চকরাম প্রসাদ পোস্ট শিবরাম পুর থানা বালুরঘাট মেয়ে টি মামার বাড়ি সাং মহদিপুর পোস্ট চিঙিশপুর থানা বালুরঘাট এলাকায় গিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হলো উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ ও চাইল্ড লাইন ও জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ পরিষেবা পি এল ভি সোমা পাল সাহা ও জয়া মন্ডল।