সিধু,কানু মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে জনসাধারণের মধ্যে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের লিফলেট বিতরণ ও সচেতনতা মূলক আলোচনা করা হলো। স্থান কালদিঘী সিধু,কানু ময়দান। গঙ্গারামপুর ব্লক। আয়োজক আব্দুল রশিদ মিঞা (পি এল ভি) দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ। তাং ইং 30/06/2022