International Yoga Day ( আন্তর্জাতিক যোগ দিবস )
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে পালন করা হলো,
নারই মওলানা আজাদ একাডেমি ,
গঙ্গারামপুর ব্লক ।
২০১৪ সালের ২৭ শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ২১ শে জুন তারিখটি কে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ই ডিসেম্বরে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ শে জুন তারিখটি কে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষনা করেন।
প্রতি বছরের ন্যায় এ বছরেও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে এই দিনটি পালন করে আসছে।
আন্তর্জাতিক যোগ দিবস টি ( International Yoga Day ) যোগ অনুশীলন এবং শারীরিক মানসিক সুস্থতার সামগ্রিক পদ্ধতির বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য দেওয়ার পালন করা হলো।
আজ ২১ শে জুন ২০২২
উপস্থিত ছিলেন
মোস্তাক হোসেন - প্রধান শিক্ষক - নারই মওলানা আজাদ একাডেমি ,
জুবাইদা আহমেদ - সেন্টার কো ওরডিনেটর, চাইল্ড লাইন, দক্ষিণ দিনাজপুর
সমসিয়া মিলন সংঘের প্রতিনিধি ,
এবং
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পিএল ভি
খয়বর মন্ডল,
সন্জয় সরকার,
পলাশ কুমার শিকদার,
উমেদ আলী,
বেলাল হোসেন,
সাদ্দাম হোসেন,
আব্দুল রশিদ মিয়া ,
ইমরান হোসেন ,
আরিফুল ইসলাম ,
গোলাম রাব্বানী