আবার সহযোগিতার নজির দক্ষিণ দিনাজপুর -জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে গঙ্গারামপুর ব্লকে
---------------------------------------
গঙ্গারামপুর ব্লকের চালুন জিপির জামডাঙ্গা আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া গ্রামে বৃষ্টি হলে গ্রামের লোকজনের প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হয়। একটি ক্যানেল আছে সেটি পার হয়ে লোকজন দের রাস্তায় আসতে। জল জমে থাকায় পারাপারের অসুবিধার মধ্যে পড়তে হয়। ঐ গ্রামে বাড়ি বাড়িতে প্রচারের সময় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি হিসেবে আমার নজরে পড়ে।
গ্রামবাসি দের সহযোগিতায় আজ 20- 06- 2022,
জল যাওয়ার ক্যানেলে ঢাকনা দেওয়ার জন্য প্লেট স্থানীয়দের উদ্যোগে তৈরী করে গ্রামে নিয়ে আসা হয়। ঢাকনা বা প্লেট ক্যানেল পর্যন্ত নিয়ে আসার জন্য কোনো যানবাহন পাওয়া যাচ্ছিল না। প্লেট বা ঢাকনা টি নিয়ে আসার জন্য স্থানীয়দের সঙ্গে হাত মিলিয়ে সহযোগিতা করার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে সহযোগিতা পেয়ে গ্রামবাসি প্রচণ্ড খুশি ।
সহযোগিতা কারি
গোলাম রাব্বানী
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
দক্ষিণ দিনাজপুর