Alternative Dispute Resolution (A.D.R.) Centre, District Court Complex, Balurghat, Dakshin DInajpur, West Bengal, India, 733101
Friday, July 11, 2025
GOLAM RABBANI
GOLAM RABBANI
GOLAM RABBANI
Legal awareness camp
Photo from GOLAM RABBANI
Thursday, July 10, 2025
Photo from Juthika Barman
Photo from Juthika Barman
Success Story of Adhikar Mitra named Abdul Rashid Mia, Back to School Initiative : Anisha Khatun
পিতা হাচান মিঞা।
সাং নরসুন্দর পাড়া। পোঃ ফুলবাড়ী।
থানা গঙ্গারামপুর।
জেলা দক্ষিন দিনাজপুর।
মেয়টি লেখাপড়া ছেড়েদিয়ে বাবা ও সৎ মা এর সঙ্গে ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিল। বহু দিন থাকার পর এখন বাড়ি এসেছে আবার যাবে বলে ঠিক হয়েছে। কিছু দিন থেকে মেয়েটিকে ও তার পরিবারকে বুঝিয়ে আজ মেয়ে টিকে নিয়ে গিয়ে ফুলবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মহাশয়ের সঙ্গে কথা বলে মেয়েটিকে স্কুলমুখি করা হলো ও কন্যাশ্রি প্রকল্পে নাম নথিভুক্ত করার ব্যাপারে আলোচনা করা হলো।
ব্যাবস্থাপনায় আব্দুল রশিদ মিঞা
পি এল ভি (অধিকার মিত্র) অধীন দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ।
তাং ইং 10/07/2025
Anisha Khatun: Back to School Initiative
Anisha Khatun, daughter of Hasan Mia, residing at Narsundar Para, P.O. Fulbari, P.S. Gangarampur, District Dakshin Dinajpur, had previously dropped out of school to work in another state with her father and stepmother.
After an extended period, Anisha has returned home. Although there were plans for her to go back to work in another state, through the efforts of Abdul Rashid Mia, PLV (Adhikar Mitra) under the Dakshin Dinajpur District Legal Services Authority, Anisha and her family were counselled.
Today, July 10, 2025, Anisha was successfully encouraged to return to school. She was taken to Fulbari High School, where discussions were held with the Headmaster, Rezaul Karim, regarding her re-enrollment and registration for the Kanyashree Prakalpa (Kanyashree Project).
As a gesture of support, the Dakshin Dinajpur District Legal Services Authority also provided Anisha with some notebooks and pens.
আনিশা খাতুন: স্কুলে ফেরানোর উদ্যোগ
আনিশা খাতুন, পিতা হাসান মিয়া, সাং নরসুন্দর পাড়া, পোঃ ফুলবাড়ী, থানা গঙ্গারামপুর, জেলা দক্ষিণ দিনাজপুর-এর বাসিন্দা। সে এর আগে লেখাপড়া ছেড়ে দিয়ে বাবা ও সৎ মা-এর সঙ্গে ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিল।
অনেকদিন সেখানে থাকার পর আনিশা এখন বাড়ি ফিরে এসেছে। যদিও তার আবার অন্য রাজ্যে কাজ করতে যাওয়ার কথা ছিল, দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (Dakshin Dinajpur District Legal Services Authority)-এর অধীনস্থ পিএলভি (অধিকার মিত্র) আব্দুল রশিদ মিঞা-এর প্রচেষ্টায় আনিশা ও তার পরিবারকে বুঝিয়ে তাকে স্কুলে ফেরাতে রাজি করানো হয়েছে।
আজ, ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (১০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ), আনিশাকে ফুলবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মহাশয়ের সঙ্গে কথা বলে স্কুলমুখী করা হলো। একইসাথে কন্যাশ্রী প্রকল্পে তার নাম নথিভুক্ত করার বিষয়েও আলোচনা করা হয়েছে।
সহায়তা হিসেবে, দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনিশাকে কিছু খাতা ও কলম প্রদান করা হয়েছে।
Wednesday, July 9, 2025
LLC
LAC
Leagal awareness camp
Tuesday, July 8, 2025
LLC
Legal awareness camp
Photo from Abdul Rashid Sarkar
তাং ইং 08/07/2025 আয়োজক আব্দুল রশিদ মিঞা পি এল ভি ( অধিকার মিত্র) দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ।
Photo from GOLAM RABBANI
Monday, July 7, 2025
Saturday, July 5, 2025
Child marriage
LAC
Photo from Dipali Kahar
বালুরঘাট ব্লক
জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ
দক্ষিণ দিনাজপুর
Photo collage
Friday, July 4, 2025
Wednesday, July 2, 2025
Photo from Abdul Rashid Sarkar
দক্ষিন দিনাজপুর।
Awareness campaign
Photo from Abdul Rashid Sarkar
Tuesday, July 1, 2025
LAC
Monday, June 30, 2025
Stop child marriage
Photo from GOLAM RABBANI
Photo from GOLAM RABBANI
Photo from Abdul Rashid Sarkar
Sunday, June 29, 2025
Saturday, June 28, 2025
Photo from GOLAM RABBANI
আজ 28/06/2025 গঙ্গারামপুর ব্লকের বেল বাড়ি টু জিপি তে চেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো উক্ত অনুষ্ঠানে পঞ্চায়েতের সুপারভাইজার সহ অন্যান্য অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে বাল্যবিবাহের সম্পর্কে কিছু বলা হয়ে থাকে ও শিশু ও নারী পাচার সম্পর্কে বলা হয়ে থাকে সেখানে উপস্থিত ছিলেন PLV Sanjoy Sarker
Photo from Abdul Rashid Sarkar
বাল্যবিবাহ মুক্ত করতে গঙ্গারামপুর ব্লকের অধীন 10 নং উদয় জিপি অফিসে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। আলোচনা সভায় বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার সহ 1098 ও15100 নং এর প্রচার উপস্থিত স্বাস্থ্য কেন্দ্রের 1st ANM 2ndANM অঙ্গন ওয়াড়ী দিদিমনি, হেল্পার, ও সুপারভাইজার প্রত্যেককে নিজ নিজ এলাকায় এ বিষয়ে নজর রাখবেন বলে আলোচনা হয়। এছাড়াও মানব পাচারকারীর থেকে সচেতন, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি, মানব কল্যাণে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভূমিকা, ও লোক আদালতে কি কি আইনি পরিসেবা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন প্রধান, সেক্রেটারি 10 নং উদয় জিপি। আয়োজক আব্দুল রশিদ মিঞা পি এল ভি (অধিকার মিত্র) দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ।