2025 সালের মধ্যে দক্ষিন দিনাজপুরজেলা
বাল্যবিবাহ মুক্ত করতে গঙ্গারামপুর ব্লকের অধীন 10 নং উদয় জিপি অফিসে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। আলোচনা সভায় বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার সহ 1098 ও15100 নং এর প্রচার উপস্থিত স্বাস্থ্য কেন্দ্রের 1st ANM 2ndANM অঙ্গন ওয়াড়ী দিদিমনি, হেল্পার, ও সুপারভাইজার প্রত্যেককে নিজ নিজ এলাকায় এ বিষয়ে নজর রাখবেন বলে আলোচনা হয়। এছাড়াও মানব পাচারকারীর থেকে সচেতন, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি, মানব কল্যাণে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভূমিকা, ও লোক আদালতে কি কি আইনি পরিসেবা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন প্রধান, সেক্রেটারি 10 নং উদয় জিপি। আয়োজক আব্দুল রশিদ মিঞা পি এল ভি (অধিকার মিত্র) দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ।
বাল্যবিবাহ মুক্ত করতে গঙ্গারামপুর ব্লকের অধীন 10 নং উদয় জিপি অফিসে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। আলোচনা সভায় বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার সহ 1098 ও15100 নং এর প্রচার উপস্থিত স্বাস্থ্য কেন্দ্রের 1st ANM 2ndANM অঙ্গন ওয়াড়ী দিদিমনি, হেল্পার, ও সুপারভাইজার প্রত্যেককে নিজ নিজ এলাকায় এ বিষয়ে নজর রাখবেন বলে আলোচনা হয়। এছাড়াও মানব পাচারকারীর থেকে সচেতন, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি, মানব কল্যাণে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভূমিকা, ও লোক আদালতে কি কি আইনি পরিসেবা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন প্রধান, সেক্রেটারি 10 নং উদয় জিপি। আয়োজক আব্দুল রশিদ মিঞা পি এল ভি (অধিকার মিত্র) দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ।