Sucess Store Old age pension
উফভোক্তার বিবরণ -
নাম - সেরাজুদ্দিন আহাম্মদ
পিতা - গাবানু
গ্রাম - আবাদপুর
এই উপভোক্তা প্রায় ছয় মাসের বেশি সময় ধরে বয়স্ক ভাতার টাকা পাচ্ছিলনা। ব্লক ওফিসে অনেক বার এই বিষয়ে জানিয়ে সেই ভাবে কোনো সুরাহা হয়নি।
উপভোক্তা এই বিষয়ে আমাকে জানালে আমি উনার Document নিয়ে ব্লক কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি এবং ভালো ভাবে বিষয়টি জানায়।
কয়েক দিন পরে আবার ঐ উপভোক্তার বিষয়ে জানতে চাইলে ব্লক কতৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম উনার আরো একটি A/C রয়েছে ,সেই A/C এ ভাতার টাকাটি ঢুকছে।
উনাকে এই বিষয়ে জানানোর পরে উনি জানতে পেরে খুবই খুশি হয়েছেন।
ঐ উপভোক্তা DLSA কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।।
সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর - DLSA কর্তৃপক্ষ -
PLV-RUBEL BARMAN