দক্ষিণ দিনাজপুর
তারিখ: 09/01/26
আজ দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে

সাধারণ লোকজন নিয়ে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
সাধারণ লোকজন নিয়ে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
এই শিবিরে
"Drug Awareness and Wellness Navigation for a Drug Free India (Scheme–2025)" and Child marriage free India
প্রকল্পের আওতায় মাদকবিরোধী সচেতনতা ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব ও বাল্য বিবাহ মুক্ত ভারত সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়াও শিবিরে নিম্নলিখিত বিষয়গুলির ওপর বিস্তারিত আলোচনা ও সচেতনতা প্রচার করা হয়—
• শিশু পাচার
• শিশুশ্রম
• কুসংস্কার
• পরিষ্কার-পরিচ্ছন্নতা
• অন্যান্য গুরুত্বপূর্ণ আইনি বিষয়
শিবিরে উপস্থিত সাধারণ মানুষদের আইনগত অধিকার ও সরকারি সহায়তা সম্পর্কে অবহিত করা হয়।
আয়োজনে: PUJA DAS AND SUPRIYA SARKAR
(PLV / অধিকার মিত্র)
District Legal Services Authority
Dakshin Dinajpur