পরিবারটি পরীযায়ী শ্রমিক। স্বাস্থ্য সাথী কার্ড দ্বারা চিকিৎসা করতে বাড়ি এসেছে। শিশুটির জীবন থেকে পড়াশোনা মুছে যাচ্ছিল। পিতামাতা কে কিছু দিন থেকে বুঝিয়ে আজ ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে কথা বলে শিশু টিকে অষ্টম শ্রেণীতে ভর্তি করা হলো। সাহায্যকারী পি এল ভি, অধিকার মিত্র আব্দুল রশিদ মিঞা অধীন দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ। তাং ইং 07/01/2026