Search This Blog

Thursday, January 1, 2026

GOLAM RABBANI

( সাফল্য কথা )
দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে ভলিবল পেয়ে প্রচন্ড খুশি কিশোর ও যুবকেরা 
------------
 দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের চালুন জিপি,র  পিছিয়ে পড়া গ্রাম জামডাঙ্গায়  ১০ই  ডিসেম্বর ২০২৫  মানবাধিকার দিবস পালন উপলক্ষে টোটো র‍্যালি করে  প্রচারে গিয়ে বিদ্যালয় ছুট ও কিছু মোবাইল এ আসক্ত কিশোর ও যুবক দের দেখতে পেয়ে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা এবং খেলা ধুলার প্রতি মনোনিবেশ হওয়ার পরামর্শ দেই । মনোরঞ্জন কর্মকার সহ কয়েকজন আমার কাছে  ভলিবল এর  আবেদন করে । আমি অধিকার মিত্র তথা পি এল ভি গোলাম রাব্বানি বিষয়টি ব্যক্তিগত ভাবে ভাববো বলে ওদের জানাই , পরবর্তীতে ২৪ শে ডিসেম্বর ২০২৫ শিবির  করতে জামডাঙ্গায় গেলে তাদের আশ্বস্ত করি ভলিবল দিবো । ২৮ শে ডিসেম্বর ২০২৫  তারিখে ভলিবল মনোরঞ্জন দের হাতে তুলে দেই ।
ভলিবল পেয়ে প্রচন্ড খুশি ও  আনন্দিত মনোরঞ্জন, উজ্জল, স্বপন রাজু রা । 
 সকলে দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর  অধিকার মিত্র তথা পি এল ভি সহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে আজ ২০২৬ এর নববর্ষের প্রথম দিনে ।
 আমি  আনন্দিত গর্বিত  যে আমি দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিষেবা  কর্তৃপক্ষ এর অধিকার মিত্র তথা পি এল ভি হিসেবে মানুষের কাছে মানুষের পাশে দাঁড়াতে পেরে ----